আব্দুলাবাদবহুমুখী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
শ্রদ্ধাভরে স্বরণ করছি মহান মুক্তি যোদ্ধাদের, যাদের আত্নত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি চিরসবুজের এই বাংলাদেশ।
শ্রদ্ধার সাথে ধন্যবাদ যানাচ্ছি বঙ্গকন্য তথা গনতন্ত্রের মানস কন্যা বাংলাদেশ আওয়ামীলীগ এর সুযোগ্য সভানেত্রী “শেখহাসিনা” এবং তারই আদর্শে বেড়ে ওঠা নেতৃত্ব মাননীয় প্রধানমন্ত্রির "তথ্য ও প্রযুক্তি" বিষয়ক উপদেষ্টা,ডিজিটাল বাংলাদেশ এর রুপকার,জাতির জনক বঙ্গবন্ধু দৌহিত্র কম্পিউটার বিজ্ঞান প্রকৌশলী “সজিব ওয়াজেদ জয়” কে ।কেননা তারই নেয়া পদক্ষেপ শিক্ষাখাতে তথ্য ও প্রযুক্তির সর্বত্তম ব্যবহারের লক্ষে “আব্দুলাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক বিভিন্ন কার্যক্রম, শিক্ষার্থী, শিক্ষকমন্ডলী এবং অভিভাবক বৃন্দের যোগাযোগ কিংবা তথ্য আদান প্রদানের নিমিত্বে তৈরী করা হয়েছে ডায়নামিক ওয়েব সাইট ।
পরিশেষে আমিঅত্র বিদ্যালয়ের সার্বিক সাফল্য এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি ।
শুভেচ্ছান্তে
মোঃইসমাইল মিঞা
প্রধান শিক্ষক
আবদুলাবাদ বহুমুখী ঊচ্চ বিদ্যালয়